সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির আওতাধীন গ্যালালি  শাখা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। 


বাহরাইন প্রতিনিধি: মোঃ মাহির তালুকদার আলম 


গত ২৬মে সোমবার স্থানীয় সময় রাত ৮  ঘটিকার সময় গ্যালালী আল মালেক কমিউনিটি সেন্টারে, গ্যালালী শাখা কমিটির  অভিষেক ও পরিচিতি সভা ২০২৫ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের  মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। 

টেলিকনফারেন্সে  বক্তব্য রাখেন, বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত) জনাব আহমেদ আলী মুকিব।নবগঠিত শাখা কমিটিতে -আনোয়ার হোসেন কে সভাপতি হুমায়ুন আবু জাহের সাধারণ সম্পাদক ও  এস এম জালাল আব্দুল আজিদ কে সাংগঠনিক সম্পাদক করে

১৩৬সদস‍্য বিশিষ্ট গ্যালালি শাখা কমিটি ঘোষণা করা হয়।হারিসুল হক রিপনের সঞ্চালনায় ও আলী আমজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী,গেস্ট অব অনার,ছিলেন  সিনিয়র সহ সভাপতি জনাব আকবর হেসেন কচি,

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা সাবের আহমেদ,  খ. ম আশরাফ উদ্দিন, মিজানুর রহমান,প্রধান বক্তা, বিএনপি বাহরাইনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক জনাব নাসির উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী ।এ ছাড়াও উপস্থিত ছিলেন গ্যালালি শাখা বিএনপির   সহ-সভাপতি কাজী মোহাম্মদ শাহাদাত সহ-সভাপতি আবু আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন স্বপন। সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মজুমদার। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিক মোসলেম মিয়া সহ যুবদল স্বেচ্ছাসেবক ,দল শ্রমিকদল মহানগর বি এন পি শাখা কমিটি নেতৃবৃন্দ।বক্তারা   নবগঠিত গ‍্যালালী শাখা কমিটির নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা জনান, এবং দেশ ও দলের স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে দেশনায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী  করার আহবান জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন