সন্ধানে বাংলাদেশ সংবাদ



 ময়মনসিংহে মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


ব্যক্তি জীবন বা চাকরি জীবনে আমাদের অনেকেরই অনাকাঙ্ক্ষিত মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারে। আইনি বিষয় সম্পর্কে কিছুটা ধারণা থাকলে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সুবিধা হয়। মামলা সম্পর্কে জ্ঞান আহরন, সঠিক পদক্ষেপ গ্রহণ এবং যুক্তি তৈরি করতে সাহায্য করে এই সম্পর্কিত কর্মশালা। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। 'মামলা পরিচালনায় সহায়ক আইন কানুন ও কৌশল' বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ১৫মে বৃহস্পতিবার নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  উম্মে হাবিবা মীরা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মো: মাসুদ পারভেজের সঞ্চালনায় কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী।

কর্মশালা সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে আলোচনা করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহফুজা আখতার, তথ্য ও সম্প্রচার মান্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: মোতালেব হোসাইন, ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহম্মদ।

কর্মশালায় ময়মনসিংহ বিভাগে কর্মরত তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন