কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী কাবাডি প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন
মাইনুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কুড়িগ্রাম জেলায় অনুষ্ঠিত হলো স্পোর্টস ফর ডেভেলপমেন্ট ডে অবজারভেশন প্রোগ্রাম এবং ৩ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে । চল কাবাডি খেলি এই স্লোগানকে সামনে রেখে ১৭ মে শনিবার সকালে বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কাবাডি প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করা হয় । জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইন এর সভাপতিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান ওয়ারেছুস জামান, কাবাডি প্রশিক্ষক রেজাউল করিম রাজু।আমাকে খেলতে দাও, শিশুর বিরুদ্ধে সহিংসতা নির্মূল হোক, নিজে সোচ্চার হোন, অন্যকে জানান। ইত্যাদি নানা স্লোগানে অনূর্ধ্ব ১৫ বছর বয়সি শতাধিক বালিকা বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের মধ্য হতে ২৫ জন বালিকাকে চূড়ান্ত ভাবে নির্বাচন করে ৩ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণ কর্মশালায় নেয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন