তজুমদ্দিনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
খন্দকার নিরব, ভোলা:
ভোলার তজুমদ্দিনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ এর আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খাইরুল ইসলাম মল্লিক, বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহীম আসাদ।
বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। বক্তারা আরও বলেন, এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।
অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন