সন্ধানে বাংলাদেশ সংবাদ



 রাজশাহী জেলার মোহনপুরে অটো চালকের সিটের নিচ হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫।


র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


এরই ধারাবাহিকতায় ইং ১৬ মে ২০২৫ তারিখ বেলা ১৫.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন মোহনপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১।  মোঃ সেলিম (২৩), পিতা-মৃত নাইমুল হক, সাং-মুন্ডমালা, থানা-তানোর, জেলা-রাজশাহী, ২। মোঃ শুকুর আলী (৩২), পিতা-আব্দুর সাত্তার, সাং-হাজরাপুকুর, থানা-চন্দ্রিমা, রাজশাহী মহানগরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত গাঁজা-০১ কেজি, অটো-০১টি, মোবাইল-০২টি, সীম-০৩ টি উদ্ধার উদ্ধার করে।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার মোহনপুর থানাধীন মোহনপুর বাজারস্থ পাঁকা রাস্তার ধারে কতিপয় মাদক ব্যবসায়ী অটো রিক্সায় অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারি ভাবে বিক্রয় করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীদ্বয় এর গতিবিধি পর্যবেক্ষন শুরু করে এবং অদ্য তারিখ একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে তাদের দখলে থাকা ০১ টি অটোরিক্সা সহ গ্রেফতার করে। পরবর্তীতে উক্ত গাড়ী চালকের সীটের নীচে থাকা বক্স তল্লাশী করে ০১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।


 ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার মোহনপুর থানার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা পুরিয়া বা পাইকারিভাবেও বিক্রয় করে আসছিল।


উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

أحدث أقدم