সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




গোমস্তাপুরে বিএনপি'র যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত 



মোঃ দুলাল আলী, নিজস্ব প্রতিনিধি।  



আগামী ২৩ মে কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ মে ২০২৫ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৭ মার্চ) বিকেলে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে গোমস্তাপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও রহনপুর পৌর শাখার আয়োজনে প্রস্তুতি সভা করা হয়।


রহনপুর পৌর যুবদলের আহবায়ক জুয়েলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপি'র (সাবেক) সাধারণ সম্পাদক তারিক আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের  সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, বিশেষ বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন। 


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ, রহনপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আসিফ আহমদ, রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজের ছাত্র দলের সভাপতি আজিজুল হক, রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক ইমন রানা প্রমুখ। ২৩ মে কৃষি উন্নয়ন ও ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে সার্বিক আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মুক্তা।

Post a Comment

أحدث أقدم