ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অপরাধে যুবকের এক বছর কারাদণ্ড
মোঃ জাহিদ হাসান রাফি
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল চুরির অপরাধে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় রবিউল স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ ঘটনাস্থলে হাজির হন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেন।
শুক্রবার ২৪ মে দুপুরে রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি রাণীশংকৈল উপজেলার বিরাশি গ্রামের রমজান আলী ছেলে।
পলাশ কুমার দেবনাথ বলেন, উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় রবিউল লোকজনের হাতে ধরা পড়েন। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এলাকায় মোটরসাইকেল চুরি বন্ধ না হলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন এর চেয়ে কঠোর অবস্থানে যাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিউল ও একই এলাকার মোটরসাইকেল মিস্ত্রি আনোয়ার হোসেন লাহিড়ী বাজারের পশ্চিম মসজিদের সামনে থেকে এক মাদ্রাসা সুপারের মোটরসাইকেল চুরি করেন। তাঁরা পালানোর সময় আটক হন। পরে উত্তেজিত লোকজন তাঁদের মারধর করে থানা ও উপজেলা প্রশাসনকে খবর দেন। ইউএনও এসে ভ্রাম্যমাণ আদালতে রবিউলকে সাজা দেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার দৈনিক নাগরিক ভাবনা'কে বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া রবিউলকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন