সন্দ্বীপে উপজেলা শিক্ষা অফিসার ও জাতীয় সাংবাদিক সংস্থার মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষা ব্যবস্থার সংকট উত্তরণে সম্মিলিত উদ্যোগের প্রত্যয়
নূর মোস্তফা আলী হাসান
সন্দ্বীপ উপজেলায় প্রাথমিক শিক্ষার বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে এক গুরুত্ববহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হকের সঙ্গে। শনিবার (২৫ মে) বিকেল ৪টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ও দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট এবং সাঙ্গু পত্রিকার প্রতিনিধি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি নুর মোস্তফা আলী হাসান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিপ্লাস টিভির প্রতিনিধি ফয়সাল আসীর।
শিক্ষার্থীর সংখ্যা হ্রাস: উদ্বেগজনক চিত্র
সভায় সাংবাদিক নেতারা সন্দ্বীপের প্রাথমিক শিক্ষার যে চিত্র তুলে ধরেন, তা যথেষ্ট উদ্বেগজনক। ২০১৮ সালে উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৫৪ হাজার। অথচ ২০২৫ সালে এসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২১ হাজারে। বর্তমানে উপজেলার ৪১টি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০০-এর নিচে। এ তথ্য তুলে ধরে সাংবাদিকরা বলেন, এভাবে চলতে থাকলে প্রাথমিক শিক্ষাব্যবস্থার ভিত্তিই দুর্বল হয়ে পড়বে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া, অভিভাবকদের উদাসীনতা, ভৌগোলিক বৈচিত্র্য এবং কিছু সামাজিক সমস্যার কারণে শিক্ষার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। এতে শিক্ষার মানও নিচের দিকে নেমে যাচ্ছে।
সমাধানে সম্মিলিত প্রচেষ্টা জরুরি
উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সংকটের বিষয়ে একমত প্রকাশ করেন এবং সমস্যাগুলো গুরুত্ব সহকারে আমলে নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ার পেছনে নানা সামাজিক ও ভৌগোলিক কারণ রয়েছে। তবে সমস্যা যত বড়ই হোক, একসঙ্গে কাজ করলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।”
তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার উন্নয়নে মতামত ও পরামর্শ দিয়ে বাস্তবতাকে সামনে আনছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।”
জনসচেতনতা ও যৌথ উদ্যোগের আহ্বান
সভায় উপস্থিত সাংবাদিক প্রতিনিধিরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তারা বলেন, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক—সবার যৌথ প্রচেষ্টায় এ সংকট থেকে উত্তরণ সম্ভব।
উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকও এ আহ্বানে সাড়া দিয়ে ভবিষ্যতে শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে সাংবাদিকদের আরও সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আপনারা তথ্য দিয়ে, সচেতনতা সৃষ্টি করে এবং বাস্তবচিত্র তুলে ধরে যেভাবে কাজ করছেন, তা আমাদের পথ চলার পাথেয়।”
পরিশেষে: হৃদ্যতাপূর্ণ পরিবেশে গঠণমূলক আলোচনা
মতবিনিময় সভাটি এক বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। সকল পক্ষই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন সমন্বিত উদ্যোগ ও নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে সন্দ্বীপের প্রাথমিক শিক্ষার হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে ইনশাআল্লাহ।
একটি মন্তব্য পোস্ট করুন