কবরের পাশে হাত-পা বাঁধা নারীর লাশ: গ্রেপ্তার ১
জাহিদ হাসান রাফি,
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন এলাকায় কবরের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি তাজমুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস দল পঞ্চগড় জেলার সদর উপজেলার হালুয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তাজমুল হক (৩৩) বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও সনগাঁও চৌধুরীপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
জানা যায়, নিহত খাইরুন নাহার (২৬) ও আসামি তাজমুল হকের আট বছর আগে ইসলামি শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। সন্তান না থাকায় তাজমুলের পরিবার বিভিন্ন সময় তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিতে থাকে। এই কারণে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। ঘটনার ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল সকালে তাজমুলের বসতবাড়ির ২০০ গজ দক্ষিণে একটি বাঁশঝাড়ে, তার পিতার কবরের পাশে খাইরুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে নিহতের পিতা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি তাজমুল হক পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট তথ্যের আলোকে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল ২১ মে বিকাল ৫টা ১০ মিনিটে তাজমুল হককে পঞ্চগড় সদর উপজেলার হালুয়াপাড়া এলাকা থেকে আটক করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলনীতিকে সামনে রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন জঘন্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন