সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সন্দ্বীপে খাল দখল নিয়ে সংঘর্ষ, আহত রিফাতের মৃত্যু


নূর মোস্তফা আলী হাসান

সন্দ্বীপ প্রতিনিধি


চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে খাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত যুবক রিফাত (২৮) মারা গেছেন। বুধবার (২১ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


রিফাত মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামশেদের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ মে) সন্ধ্যায় রিফাতের সঙ্গে একই ইউনিয়নের আলমগীর ও দিদারের মধ্যে খালে জাল বসানো নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে, রিফাতের মাথায় রামদা দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।


আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রিফাতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল আলম চৌধুরী বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন