হিলিতে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪৯ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত নজির কাড়লেন দুই কিশোর।
তৌহিদুল ইসলাম শামিম, হিলি (হাকিমপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর হাকিমপুরের হিলিতে রাস্তায় কুড়িয়ে পাওয়া এক ক্ষুদ্র ব্যবসায়ীর ৪৯ হাজার ৫০০ টাকা মালিকের হাতে তুলে দিয়েছে দুই কিশোর। এদিকে টাকা ফেরত পেয়ে দারুণ খুশি ওই ব্যবসায়ী। দুই কিশোরকে করেছেন পুরস্কৃত।
সোমবার (১২ মে) বিকাল ৫টার দিকে হিলির গোরস্তান রোডের রিনা মোটরস নামক মোটর পার্টসের দোকানে ওই টাকার প্রকৃত মালিক শফিকুল ইসলামের কাছে টাকাগুলো তুলে দেন কিশোর তানভির ও রোহান। এ সময় সেখানে অন্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে টাকা কুড়িয়ে পাওয়ার পর স্থানীয়ভাবে মালিককে খুঁজে না পেয়ে ফেসবুকে পোস্ট দেন ওই দুই কিশোর।
টাকা কুড়িয়ে পাওয়া কিশোর তানভীর ও রোহান বলেন, আমরা দুই বন্ধু রিকশায় চড়ে বাজারের দিকে যাচ্ছিলাম কেনাকাটা করতে। এ সময় শান্তিমোড় নামক স্থানে সড়কে পড়ে থাকা অবস্থায় বেশ পরিমাণ টাকা কুড়িয়ে পাই। সঙ্গে সঙ্গে আমরা দুই জন রিকশাচালক মিলে এর মালিককে খুঁজতে থাকি। কিন্তু কেউ টাকার বিষয়ে কিছু বলতে পারে না। মালিককে খুঁজে বের করতে আমরা পৌরসভার মাইকের মাইকিংয়ের উদ্যোগ নিই। পরে ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। এরপর মালিককে পাওয়া গেলে তার হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়েছে। আমাদের ইচ্ছা ছিল, যার টাকা তিনিই যেন পান।
টাকার মালিক শফিকুল ইসলাম বলেন, আমি ছোটখাটো ব্যবসা করি, এ থেকে যা আয় হয় তাই দিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করি। গতকাল রাতে বাজার থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার সময় শান্তিমোড় নামক এলাকায় ঢুকতে কোনও এক জায়গায় কোমর থেকে টাকার বান্ডেলটি পড়ে যায়। এরপর খুঁজেছি সারা রাত, কিন্তু পাইনি। এরপর সকাল বেলা বিষয়টি নিয়ে মানুষের সঙ্গে গল্প করতেই ফেসবুকে টাকা পাওয়ার পোস্টটি দেখতে পাই। সেই মোতাবেক এখানে আসি, টাকার মালিকানা বিষয়টি প্রমাণিত হলে তারা আমার হাতে টাকাগুলো তুলে দেয়। টাকা হারিয়ে যাওয়ার পর সেই টাকা আবারও ফিরে পাবো, সেটি আশা করিনি। তবে আমার খুব কষ্টের টাকা ছিল, যার কারণে হয়তোবা আল্লাহপাক মুখ তুলে তাকিয়েছে। সেই সঙ্গে যারা টাকাটি পেয়ে ফেরত দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
একটি মন্তব্য পোস্ট করুন