এ টি এম আজহারুল ইসলামের মুক্তিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত*
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তিতে দোয়া নারায়ণগঞ্জ জেলার উপজেলাসমূহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
*রূপগঞ্জ উপজেলা পশ্চিম* : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ তাদের ক্ষমতার ১৭ বছরে জুলুম নির্যাতন গুম খুন আর অন্যায়ভাবে ফাসি দিয়ে বিরোধী মতকে দমনের যে পৈশাচিক ধারা শুরু করেছিলো তা যেন আর ফিরে না আসে এ জন্য দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রূপগঞ্জ উপজেলা পশ্চিমের আমীর মাওলানা ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আলী খান, থানা সেক্রেটারী মোহাম্মদ হানিফ ভূঁঞা, থানা কর্ম পরিষদ সদস্য আমজাদ হোসেন, হাফেজ মহিউদ্দিন, ইসমাইল মিয়া,আশরাফুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আওয়ামীলীগ দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশকে ভারতের একটি তাবেদার রাজ্যে পরিণত করেছিল। প্রতিবেশি দেশের ইশারায় ক্যাঙ্গারু কোর্ট তৈরী সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য আর মিথ্যা বয়ানের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতাদেরকে হত্যা করেছে। এ টি এম আজহারুল ইসলামকেও তারা হত্যার সব আয়োজন সম্পন্ন করেছিলো কিন্তু আল্লাহর কুদরত তিনি তাকে বাচিয়ে রেখেছেন। এ টি এম আজহারুল ইসলামের বেচে থাকা তথাকথিত মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মূখোশ উম্মোচনের জন্য প্রয়োজন ছিল। দেশের সর্বোচ্চ আদালত বলেছে যে, ইতঃপূর্বে যে রায়সমূহ দেয়া হয়েছে তা সবই ছিল অন্যায় এবং ন্যায়ভ্রষ্ট।
বি এন পি জামায়াতের যে সকল নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, কোনো বিচার ছাড়াই শাহবাগে মব সৃষ্টি করে ফাসির আবহ তৈরী করা হয়েছে এ সকল আয়োজনের সাথে যারা জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবী জানান। একই সাথে শাহবাগে মব সৃষ্টিকারী লাল রাজনীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য তিনি দাবী জানান।
একটি মন্তব্য পোস্ট করুন