এনসিপি দিনাজপুর জেলার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলার উদ্যোগে ২৪ মে ২০২৫ শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাংগঠনিক কার্যক্রম গতিশীল কমিটি গঠন ও দলের নিবন্ধন প্রক্রিয়ার কার্যক্রম বিষয়ে দিনাজপুর জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র সকল উপজেলার সংগঠকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় জাতীয় নাগরিক পার্টি, (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় শ্রমিক উইং -এর সদস্য রেজাউল ইসলাম, এনসিপি'র যুব সংগঠন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব আল মেহেরাজ শাহরিয়ার মিথুন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহবায়ক সোহেল রানা সাব্বির। এছাড়াও দিনাজপুর জেলার চারটি উপজেলার বিভিন্ন সংগঠক উক্ত মতবিনিময়ে বক্তব্য রাখেন।
মতবিনিময় ও আলোচনা সভার মঞ্চে প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন এর মাধ্যমে গণঅধিকার পরিষদ দিনাজপুরের ৪১ জন নেতাকর্মী যোগদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন