সন্ধানে বাংলাদেশ সংবাদ

 পবিত্র  ঈদ-উল- আযহা- ২০২৫  উপলক্ষে প্রস্তুতি সভা 




দামুড়হুদায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে উপজেলা সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 


মো: মিনারুল ইসলাম 

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

২৪/০৫/২০২৫ ইং শনিবার


আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে উপজেলা সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ও তাদের দক্ষতা উন্নয়ন সমান সুযোগ নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় সকাল: ১১:০০ ঘটিকার সময় পবিত্র ঈদ-উল- আযহা-২০২৫ উপলক্ষ এক প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়। 


শনিবার (২৪ মে ২০২৫) সকালে দামুড়হুদা উপজেলার উপজেলা সভা কক্ষে এ প্রস্তুতিমুলক সভাটি অনুষ্ঠিত হয়।


 আয়োজিত প্রস্তুতি সভার  আয়োজন  করে উপজেলা প্রশাসন, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।


কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ছাড়াও অংশ নেন বিভিন্ন  সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা । উক্ত সভায় আরও উপস্থিত ছিলো উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী গণ। উক্ত সভা উপলক্ষে জনাব তিথি মিত্র উপজেলা নির্বাহী অফিসার দামুড়হুদা, চুয়াডাঙ্গা। তিনি বলেন যে ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদি পশু নির্দিষ্ট স্থানে কুরবানী করার জন্য বলেন এবং কুরবানীর বজ্য মাটিতে গর্ত করে পুতে রাখতে  বলেন। তিনি আরও বলেন যে অসাধু ব্যবসায়ী কর্তৃক দ্রুব্রমুল্য উর্ধগতি, দ্রুব্রমুল্য সিন্ডিকেট করা, বাজার থেকে মালামাল সরিয়ে অন্যত্র স্থানে বেশি দামে বিক্রয়। এছাড়াও চুরি, ছিনতাই, খুন, যাতে এ ধরনে অপ্রতিকর ঘটনা না ঘটে  সে জন্য আইন শৃংখলা রক্ষাকারী সদস্যদেরকে সর্তকতার সহিত কাজ করতে বলেন। এবং তিনি  আইন শৃংখলা রক্ষাকারী সদস্যদের উদ্দেশ্য আরও বলেন যে সাধারণ নাগরিকদের কোন রকম  ভোগান্তি না  হয় সে দিকে খেয়াল রাখতে হবে। বাজার মনিটরিং এর মাধ্যমে জনসাধারনের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব তিথি মিত্র উপজেলা নির্বাহী অফিসার দামুড়হুদা, চুয়াডাঙ্গা। কে এইচ তাসফিকুর রহমান ভূমি কর্মকর্তা দামুড়হুদা চুয়াডাঙ্গা   দামুড়হুদা মডেল থানার ওসি মোঃ হুমায়ন কবির  দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি সামসুজ্জোহা পলাশ মোঃ আনিসুজ্জামান আনিস। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষ—যে কোনো ধরনের হয়রানী মুলক পরিস্থিতির স্বীকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। 


সভায় আরও জানানো হয়, সকলের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা। আইন অনুযায়ী বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব ।


সকল  নাগরিকদের পাশে থেকে  তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে  এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করা প্রয়োজন বলে মত দেন আলোচকরা।

Post a Comment

নবীনতর পূর্বতন