সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




কেন্দুয়া পৌরসভা ব্লকের "সরিষা" প্রদর্শনীর মাঠ দিবস 

মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোণা প্রতিনিধি: 

২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত "সরিষা" প্রদর্শনীর মাঠ দিবস বুধবার (২৩ এপ্রিল) কেন্দুয়া উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের আয়োজনে, পৌরসভাধীন টেঙ্গুরি ৪নং ওয়ার্ডে বুধবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন দিলদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ ও সংরক্ষণ) কৃষিবিদ এ এম শহিদুল ইসলাম।

কেন্দুয়া পৌরসভা ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সানির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এডিডি (উদ্যান) রাকিবুল হাসান, কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. হানিফুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন প্রমুখ।

আলোচনা সভার বিশেষ অতিথি জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন- আমি যেমন ব্যবসা ও রাজনীতির সাথে জড়িত, তেমনি কৃষির সাথেও জড়িত। কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আমি ছোটবেলা দেখেছি আমাদের গ্রামের চারপাশে মাঠ জুড়ে সরিষা আর সরিষায় ভরপুর থাকতো। এখন আর আগের মতো সেই দৃশ্য খুব একটা চোখে পড়ে না। সোয়াবিন জাতীয় তেল পরিহার করে নিজেরাই নিজেদের জমিতে সরিষা আবাদ করে সরিষার তেল দৈনন্দিন জীবনে ব্যবহার বাড়াতে হবে। তাহলেই বিভিন্ন রোগবালাই সহ দেশের অর্থনীতি বৃদ্ধি হবে। আমি আমার এলাকার প্রত্যেক কৃষকদের সরিষা চাষে উদ্ভুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 

মাঠ দিবসে পৌর কুষক দলের সভাপতি আবু সিদ্দিক (সিদ্ধু), স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান, অত্র ওয়ার্ডের "সরিষা" চাষের সাথে জড়িত কৃষকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন