সন্ধানে বাংলাদেশ সংবাদ
ঝিনাইদহ জেলার গর্ব । ভেটেনারী মেডিসিন অনুষদ । যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভেটেনারী কলেজ ঝিনাইদহ ক্যাম্পাস।
ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান দীর্ঘ ১ বছরেরও বেশী সময় পর খুলেছে স্বপ্নের ক্যাম্পাস। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ইতিমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদভুক্ত হয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে । ৮ জুলাই ভেটেনারি মেডিসিন অনুষদের ক্লাস শুরু হয়েছে । দীর্ঘ প্রায় ১ বছরেরও বেশী সময় পর খুলেছে প্রাণের ক্যাস্পাস । ১০ একরেরও বেশী বিশাল শিক্ষাঙ্গণে এরমধ্যে আসতেও শুরু করেছে ছাত্র-ছাত্রীরা । সাথে-সাথে চলছে ক্লাস । এককথায় উৎফুল্ল ছাত্র-ছাত্রীরা । ঝিনাইদহ ভ্যাটেনারী মেডিসিন অনুষদে বর্তমানে ৬টি ব্যাচ চলমান রয়েছে । আর দুটি ব্যাচ আগেই বের হয়ে গেছে। অনুষদটিতে বর্তমানে ৩৪৩ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত । এ অনুষদে ১০টি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে । এই গত ১ বছরের বন্ধের মধ্যেই এবছরের ৪ ফেব্রুয়ারি কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেনারি মেডিসিন অনুষদভুক্ত হয়েছে । ছাত্র-ছাত্রীদের মাসের পর মাস আন্দোলনের ফসল হিসেবে পাশ করার পর কাঙ্খিত ডিগ্রী পেতে যাচ্ছে তারা ।এরই মাঝে ছাত্র-ছাত্রীরা প্রায় ১০০ দিন টানা আন্দেলন চালিয়েছে । ছাত্র ১৮৩ জন ও ছাত্রী ১৬৫ ছাত্রী । ২০১৩ সালের ৮ অক্টোবর ঝিনাইদহ ভ্যাটেনারী কলেজ হিসাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

Post a Comment

নবীনতর পূর্বতন