সন্ধানে বাংলাদেশ সংবাদ
ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি কর্মিদের ঢল নেমেছে বিএনপি মিছিল ।
ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে উপজেলা বিএনপি’র আয়োজনে শহরের নিমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নলডাঙ্গা সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপি’র আহবায়ক মাহবুবার রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, অবৈধ সরকার ভোট চুরি করে ক্ষমতায় টিকে আছে। বিদেশী স্যাংশন নয় দেশের মানুষ স্যাংশন দিলে সরকার পালাবারও সুযোগ পাবে না। এই অবৈধ সরকারকে হটাতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা আহবান জানান তারা।

Post a Comment

أحدث أقدم