সন্ধানে বাংলাদেশ সংবাদ

 যুবকের লাশ ঝুলে ছিল  ঝিনাইদহ কালিগঞ্জ বারো বাজার । 




ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান 


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় গোকুল চন্দ্র (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের আলহাজ¦ আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশের একটি বৈদ্যুতিক পিলার থেকে মরদেহ উদ্ধার করা হয়।গোকুল চন্দ্র ময়মনসিংহের ত্রিশাল এলাকার জীবন চন্দ্র কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তেলপাম্পের পাশের মাঠের মধ্যে বৈদ্যুতিক পিলারের সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই যুবক মানসিক প্রতিবন্ধী। পরিবারের সাথেও কোন যোগাযোগ ছিল না।কালীগঞ্জ থানা ওসি মাহাবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। হত্যার কোন আলামত পাওয়া যায়নি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

أحدث أقدم