সুদের টাকার জন্য বাড়িতে ঢুকে হামলা।
মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান
সুদের টাকার জন্য বাড়িতে ঢুকেছে প্রকাশ্যে ভাঙচুর মারধর নারী কে শ্রীলতা হানি অভিযোগ। ঘটনাটি ঘটেছে ২৫ আগস্ট, সকালে ঝিনাইদহ মহেশপুর উপজেলা ইউনিয়নের সেজিয়া একাশি পাড়া গ্রামের। এলাকাবাসীদের কাছে গিয়ে জানা যায়, রফিকুল ইসলামের ছেলে আনারুল হকে বাড়িতে ঢুকে পাওনা টাকা আদায়ের জন্য প্রকাশ্যে হামলা চালায়, প্রতিবেশী দ্বীন ইসলামের ছেলে আশরাফুল ও রুহুল আমিন এসময় তারা আনারুল কে বেধড়ক পিটিয়ে মারাত্ম ভাবে জখম করে এবং তার স্ত্রী, রেহেনা বেগমকে শ্রীলতাহানি এবং মারধর করে। এবং ঘরে থাকা ফ্রিজ, শোকেস, গ্লাস ,বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন, ঘন্টা বাপি কাণ্ড চালিয়ে প্রকাশ্যে সে হুমকি দিয়ে তারা চলে যায়। প্রত্যক্ষ দশিরা স্বীকার করলেও, হামলা কারিদের ভয়ে কেমারা সামনে কথা বলতে ভয় তে রাজি হয়নি।
إرسال تعليق