সন্ধানে বাংলাদেশ সংবাদ

 


মো:মেহেদী হাসান খন্দকার 

কুড়িগ্রাম প্রতিনিধি 


কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ীর পাশের পুকুরের  পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল  ৫ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আলিফ। সে ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে।

অই গ্রামের 

স্থানীয়রা জানান, বাড়ীর বাহির উঠানে খেলতে খেলতে শিশুটি কখন যে পাশের পুকুরে পড়ে ডুবে গেছে তা খেয়াল করা হয়নি। কিছুক্ষন পর শিশুটির কথা মনে  হলে কোথাও না পেয়ে পুকুরে পড়েছে সন্দেহে পাশের পুকুরে খোঁজাখুঁজি শুরু হয়। অনেকক্ষণ খুঁজে পুকুর থেকে অচেতন অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আনোয়ার হোসেন পরীক্ষা নিরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষনা করেন।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Post a Comment

أحدث أقدم