সন্ধানে বাংলাদেশ সংবাদ

 রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাটসহ অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান।



রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে গড়ে উঠা  অবৈধ দোকানপাট, প্রাইভেটকার, সিনজি, ইজিবাইক ও বাড  স্ট্যান্ড, ফুটপাত সহ সকল অবৈধ স্থাপনা  উচ্ছেদ করা হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাঈমের নেতৃত্বে ফাঁড়ির  সকলকে সাথে নিয়ে  এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুলতা গাউছিয়া  ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে  গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যের দোকানপাট ও ফচকা চটপটির দোকানপাট উচ্ছেদ করে সড়ক উদ্ধার করা হয়েছে।  মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারনে, সিএনজি, প্রাইভেটকার, বাস, ট্রাককে জরিমানা করা হয়। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ  নাঈম বলেন, ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনই অবৈধ দোকান পাট বসিয়ে দখলে নিয়েছে হকাররা। এতে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই  আজ দশম দিনের অভিযানে ভূলতা ঢাকা - সিলেট মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি। ঢাকা-সিলেট মহাসড়ক সম্পূর্ণ দখল মুক্ত না হওয়া পর্যন্ত  এ  অভিযান অব্যাহত থাকবে। ###


তাং ২৯-০৮-২০২৩ইং

Post a Comment

নবীনতর পূর্বতন