নাটোরের গুরুদাসপুরে ১১ বছর বয়সী শিশুর অন্তঃসত্ত্বার ঘটনায় জাহিদুল খাঁ নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গার হেলেঞ্চা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে, অন্তঃসত্ত্বা শিশুটির দায়িত্ব নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। চলতি সপ্তাহে অন্তঃসত্ত্বা শিশুটির সিজারিয়ান অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসামী জাহিদুল খাঁ (৫৫) গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে।
গত ১৮ জুন তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর দাদি। শনিবার (২৬ আগষ্ট) সকালে র্যাব-৫ এর অধিনায়ক এক প্রেসব্রিফিংয়ে তাকে গ্রেফতারের বিষয়টি জানায়।
অভিযোগ সুত্র জানায়, গত নভেম্বর মাসে শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত। এরপর স্থানীয়ভাবে ঘটনাকে ধামাচাপা দিতে প্রচেষ্টা চালায় জাহিদুল খাঁ । কিন্তু ব্যর্থ হওয়ার পরে গা ঢাকা দেয়। এদিকে, মামলা পর দীর্ঘদিনেও আসামি গ্রেফতার না হওয়ায় এ নিয়ে সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। এরপরই তাকে গ্রেফতারে তৎপর হয়ে ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব-৫ নাটোর এর সিপিসি-২ কোম্পানী কমান্ডার মেজর আশিকুর রহমান জানান, নিজস্ব গোয়েন্দা নজরদারির ফলে র্যাব-৫ এবং র্যাব-১০ যৌথভাবে অভিযানে চালিয় শুক্রবার রাতে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদি শিশুটির দাদি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় বলেন, অপ্রাপ্ত বয়সে মা হতে গিয়ে নানা জটিলতা সৃষ্টি হতে পারে-এমন আশঙ্কা থেকে শিশুটির সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অপারেশন হবে। এবিষয়ে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
إرسال تعليق