সন্ধানে বাংলাদেশ সংবাদ

 বয়স ৩৫ করার দাবী কেন তাদের । সরকারী চাকরির বয়স ৩৫ করার দাবী । 




মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান 

সরকারী চাকরির বয়স ৩৫ করার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ দুপুর ১২টায় জেলা গণগ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মচূচীর আয়োজন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স পাশ করা "৩৫ বছর বাস্তবায়ন কমিটি" ।ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সভাপতি আবুল খায়ের, জেলা সভাপতি রুবেল হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা, রাজশাহী, ইসলামী, খুলনা, চট্টগ্রাম, যশোর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারমিন সুলতানা, জনি আহমেদ, ফরিদ আহমেদ, সাবু সাইদ, মিলি খাতুন, তাসনিম হাসানসহ অন্যান্যরা ।বক্তারা বলেন, আমাদের দাবী একটাই সরকারী চাকরির বয়স ৩৫ করতে হবে । মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বলেছিলেন সরকারী চাকরির বয়সসীমা ৩৫ করা হবে । তাদের কথার বাস্তবায়ন চাই আমরা । দিনের পর দিন আমাদের জীবণ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে ।তারা আরো বলেন, আমাদের পরিবারগুলো অসহায় হযে পড়ছে । কোটা পদ্ধতি তুলে দিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মুখের দিকে একবার তাকান। দেখুন কী কষ্টের জীবণ যাপন করছে তারা ও তাদের পরিবার ।

Post a Comment

أحدث أقدم