সন্ধানে বাংলাদেশ সংবাদ

 


মোঃ দুলাল আলী, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 


সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে  পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। 

(২৫ জুলাই) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে প্রশাসনের কার্যালয় থেকে 

একটি বণার্ঢ্য র‍্যালী বের করে উপজেলা পুকুরে উৎসবমুখর পরিবেশে প্রায় ৩০ কেজি পোনা অবমুক্তকরন করা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষে জড়িত অংশীজন (স্টেকহোল্ডারগন), মৎস্য সমিতি, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, ফিড ব্যবসায়ী ও প্রান্তিক মৎস্যচাষীগনের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন। শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মু জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার  কাওসার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য সাবিয়া শবনম কেয়া প্রমুখ। অতিথি বৃন্দ, প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।

Post a Comment

أحدث أقدم