মোঃ দুলাল আলী, (চাঁপাইনবাবগঞ্জ) জেলা প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২- ২৩ অর্থবছরে খরিপ ২/ ২০২৩- ২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে রোপা আমন (উফশী) ধানের সমলয় চাষাবাদের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপন কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়।
সোমবার (৩১ জুলাই) সকাল নয় টায় উপজেলার আলিনগর ইউনিয়নে এই চারা রোপন কার্যক্রমণ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুঃ জিয়াউর রহমান। উদ্বোধন শেষে আলোচনা সভা করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপাশা হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নুহু।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, আলিনগর ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান তরিকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কাশেম, উপসহকারি কৃষি কর্মকর্তা আঃ রাকিব প্রমুখ।
কৃষকদের মাঝে সরকারিভাবে কৃষি যন্ত্র সরবরাহের মাধ্যমে। সদ্য স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৩ সালে দ্রুততম সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক কৃষিযন্ত্র সম্প্রসারণে এটি ছিল ঐতিহাসিক পদক্ষেপ। সে ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা খোরপোশের কৃষিকে লাভজনক কৃষিতে রূপান্তর করার আধুনিকীকরণের জন্য নির্দেশ দেন।
আলিনগর গ্রামের কৃষক শাহাবুদ্দিনের আড়াই বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়।
إرسال تعليق