নেত্রকোণা প্রতিনিধি
আজ সোমবার ২৪/০৭/২০২৩ নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় কৈলাটি এফ. ইউ. ফাযিল (স্নাতক) মাদ্রাসা ফেরি ঘাটে কৈলাটি-আজমতপুর ব্রীজ তৈরির দাবিতে মাদ্রাসার সামনে মানববন্ধন করা হয়েছে
সকাল ১১ ঘটিকায় ।
কৈলাটি এফ-ইউ ফাযিল (স্নাতক) মাদ্রাসা সংলগ্ন কংস নদীর উপর ব্রীজ নির্মাণের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বিগত ২/৩ বছর পূর্বে জনাব কাজী সাখাওয়াত হোসেন, বর্তমান বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা সদর ইউনিয়নের পর পর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান কৈলাটি ফাযিল মাদ্রাসা পরিদর্শনে গিয়ে ছাত্র-ছাত্রীদের কংস নদী পারাপারের দূর্দশা দেখে মাদ্রাসা সংলগ্ন কংস নদীর উপর একটি ব্রীজ নির্মাণের তাগিদ অনুভব করেছিলেন ও আস্বস্ত করে ছিলেন এবং তা এতদিন মনে রেখেছেন ।এরই প্রেক্ষিতে তাঁর পরামর্শে বারহাট্টার দুই কৃতি সন্তান, উন্নয়ন বান্ধব জনাব মেজর জেনারেল কবির আহমাদ, সামরিক সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জনাব এ কে এম ফজলুল হক, সদস্য(সচিব), কৃষি পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন বরাবর এলাকাবাসী ও অত্র মাদ্রাসার শিক্ষক অভিভাবক ছাত্র-ছাত্রীদের দাবী মাদ্রাসা সংলগ্ন কংস নদীর উপর একটি ব্রীজ নির্মাণ করে দেয়ার সদয় ব্যবস্থাকরে দেয়া হোক।
একটি মন্তব্য পোস্ট করুন