ফায়ার ফাইটার শামীম এঁর স্মরণে স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও পাঠাগারের নাম উন্মোচন
মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় শহিদ ফায়ার ফাইটার শামীম আহমেদ এঁর স্মরণে স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও পাঠাগারের নাম উন্মোচন করা হয়েছে ।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পিজাহাতি আদর্শ যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর সহযোগিতায় পিজাহাতি মসজিদুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে এ স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও পাঠাগারের নাম উন্মোচন করা হয় ।
পিজাহাতি মসজিদুল আকসা জামে মসজিদের সভাপতি মোজাম্মেল হক রনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম ।
এছাড়াও রবিউল আউয়াল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, ফায়ার ফাইটার শামীমের বড় ভাই রুহুল আমিন, গণমাধ্যম কর্মী দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মো. সালাহ উদ্দিন সালাম প্রমুখ ।
এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পিজাহাতি আদর্শ যুব সমাজের উপদেষ্টা বাছিরুজ্জামান ।
সর্বশেষ শহিদ ফায়ার ফাইটার শামিম আহমেদ স্মৃতি পাঠাগারের শুভ উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
এ সময় উপস্থিত ছিলেন, পিজাহাতি আদর্শ যুব সমাজের সদস্যবৃন্দ,শহিদ ফায়ার ফাইটার শামিম আহমেদ স্মৃতি পাঠাগারের সদস্যবৃন্দ, শামীমের ছেলে শিশু নাবিল আহমেদ, এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ ।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন।

إرسال تعليق