মধ্যনগরে বিএনপির জনসভায় কামরুজ্জামান কামরুল: “জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি”
আমির হোসেন স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের সমর্থনে মধ্যনগর বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াত এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনু।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “বিএনপির শাসনামলে এই অঞ্চলের উন্নয়ন হয়েছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ আহমেদ ও আবুল বাশার প্রমুখ।
জনসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
إرسال تعليق