ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ আইডিইবি পাবনা জেলা
কমিটির সভাপতি মহসীন,সা.সম্পা দেলওয়ার নির্বাচিত
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ পাবনা জেলা কমিটির সভাপতি মহসীন,সা.সম্পা দেলওয়ার
২০-১০-২০২৫
পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক
দেশের সর্ববৃহৎ পেশাজীবি সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), পাবনার নবগঠিত জেলা কমিটির সভাপতি হয়েছেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর (সিভিল) মোঃ মহসীন আলী ও পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ দেলওয়ার হোসেন হয়েছেন সাধারণ সম্পাদক।
২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ উজ্জল হোসেন ও টিএসসির ইন্সট্রাক্টর মীর মোঃ আবু জাফর সহ-সভাপতি, সড়কের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন যুগ্ম সাধারণ সম্পাদক,অর্থ সম্পাদক ট্রেড ইনস্ট্রাক্টর মোঃ রকিবুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সালমান ফারসি সাংগঠনিক সম্পাদক, পানি উন্নয়ন বোর্ডের উ.স.প্রকৌ মোঃ রাজিব হোসাইন চাকুরি বিষয়ক সম্পাদক, টিএসসির জুনিয়র ইনস্ট্রাক্টর মোঃ সুমন হোসেন গ্রন্থগার ও দপ্তর সম্পাদক, ব্যবসায়ী ও ডিইএব নেতা কাজী সাহিদুল ইসলাম জনসংযোগ ও প্রচার সম্পাদক, এফডিইবি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির উদ্দীন সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুর জাহান খাতুন সমাজ কল্যাণ সম্পাদক, পাবনা পৌরসভার উ.স.প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ডিইএব পাবনার যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল বিশ্বাস তথ্য ও গবেষণা সম্পাদক, পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর আফতান সুলতানা মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক, টিটিসির চিফ ইনস্ট্রাক্টর মোঃ মনিরুল ইসলাম শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, পলিটেকনিকের জুনি: ইনস্ট্রাক্টর মোঃ উজ্জল হোসেন ছাত্র বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জীবন বীমা কর্পোরেশনের জেলা ম্যানাজার প্রকৌ: মোঃ আতাউর রহমান, এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, বিএমডিএ এর সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল খালেক।
আইডিইবি'র গঠনতন্ত্র অনুযায়ী ০৩ বছরের জন্য জেলা কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়ার নিয়ম কিন্তু ০৫ আগস্টের পরিবর্তিত পরিবেশের কারণে বিগত কমিটির কার্যক্রম অচল হয়ে যায়। স্থমিত কার্যক্রম সচল করার লক্ষ্যে ও নির্বাচন আয়োজন করার মত কোন কমিটি না থাকায় গত ১৬ জুলাই ২০২৫ তারিখে পাবনা জেলা পরিষদের হলরুমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) পাবনা জেলা শাখার আহ্বায়ক প্রকৌ: মো: রকিবুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী জরুরি সভায় মিলিত হোন।
সভায় বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
যাচায়ান্তে আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি ১৯ অক্টোবর ২০২৫ তারিখে আইডিইবি-১১/সাং/২০২৫/১০১৫ স্মারকের প্রেক্ষিতে আগামী ০৩ বছরের জন্য পাবনা জেলা নির্বাহী কমিটি অনুমোদন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন