কুড়িগ্রাম ১ আসনে সাধারণ ভোটারদের আস্থার প্রতীক বিএনপি নেতা ডা. মো: ইউনুছ আলী।
মাইনুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের কুড়িগ্রাম ১ আসনে সাধারণ ভোটারদের আস্থার প্রতীক বিএনপি নেতা ডা. মো. ইউনুছ আলী।
হামার কুড়িগ্রাম অঞ্চলের এই মাটির প্রতিটি ধূলিকণা তাঁর প্রেরণা,এই জনপদের প্রতিটি প্রাণ তাঁর আত্মার আত্মীয়। তিনি কুড়িগ্রামের গর্বিত সন্তান — ডা. মো. ইউনুছ আলী।যিনি সততা, নিষ্ঠা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যাঁর জীবনবোধের কেন্দ্রবিন্দু মানুষ, আর লক্ষ্য উন্নত সমাজ ও আলোকিত প্রজন্ম। তিনি — TMSS Medical College-এর সহযোগী অধ্যাপক, একজন চিকিৎসক, কার্ডিওলজিস্ট, সমাজসেবক, শিক্ষানুরাগী , বিশিষ্ট ক্রীড়া নুরাগী , দক্ষ সংগঠক এবং সর্বোপরি এক সংগ্রামী রাজনীতিবিদ। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ও আদর্শনিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। তাঁর রাজনৈতিক যাত্রার সূচনা হয়েছিল কুড়িগ্রামের ঐতিহ্যবাহী নাগেশ্বরী ডিগ্রি কলেজে,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে।এখন তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অধীনে মোট ৮টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এক অকৃত্রিম সৈনিক। তাঁর ব্যক্তিত্বে যেমন রয়েছে সরলতা ও নম্রতা,
তেমনি দায়িত্ববোধ, প্রতিশ্রুতি রক্ষার দৃঢ়তা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা। ২৫ কুড়িগ্রাম–১ আসনের মাটি ও মানুষের জন্য তাঁর আছে এক সুস্পষ্ট মিশন ও ভিশন — নদীভাঙা মানুষের পুনর্বাসন, দারিদ্র বিমোচন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা— এই স্বপ্নই তাঁর জীবনের চালিকাশক্তি। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে সেবা, আর সেবাই হলো প্রকৃত রাজনীতি।এ কারণেই তিনি সবসময় মাঠে—মানুষের পাশে, দলের কর্মসূচিতে প্রথম সারিতে। ৫ আগস্টের আগে ও পরে, বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচিতে তাঁর উপস্থিতি ছিল সক্রিয়, আন্তরিক ও অনুপ্রেরণামূলক।কারণ তাঁর রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থের নয়—এটা বিশ্বাস, আদর্শ ও জনগণের প্রতি অঙ্গীকার। নাগেশ্বরী– ভূরুঙ্গামারী– কচাকাটা জনপদ বহু প্রতিশ্রুতির ভারে ন্যুব্জ,তবুও প্রকৃত উন্নয়ন ও জনসেবার আলো পৌঁছায়নি ঘরে ঘরে। আজ সময় এসেছে সেই আলোর পথিককে বেছে নেওয়ার, যিনি কথায় নয়—কাজে বিশ্বাস করেন। কারণ তাঁর নেতৃত্বে একটি আশার বাংলাদেশ, একটি গর্বের কুড়িগ্রাম গড়ে তুলতে সাধারণ ভোটাররা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি সবসময় তৃণমূলের নেতৃত্ব, জনগণের আস্থা ও ত্যাগী কর্মীর প্রতি অগ্রাধিকার দিয়েছে।
কুড়িগ্রাম–১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী–কচাকাটা) আসনে এই সব যোগ্যতার পূর্ণ প্রতিফলন এক নামেই—ডা. মোঃ ইউনুছ আলী একজন যোগ্য প্রার্থী । তিনি বছরের পর বছর গরিব ও অসহায় মানুষকে বিনা স্বার্থে চিকিৎসা দিয়েছেন। মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করেছেন। রাজপথের প্রতিটি আন্দোলনে সাহসী উপস্থিতি, আহত নেতাকর্মীদের পাশে থাকা, আর তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখার শক্তি। তার ক্লিন ইমেজ, সৎ ও সর্বজনগ্রহণযোগ্য মানুষ হিসেবে সর্বমহলে সুপরিচিত।ইতোমধ্যে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিভিত্তিক উন্নয়নের পরিকল্পনা দিয়ে সাধারণ মানুষের মনে নতুন আশা জাগিয়েছেন।
সাধারণ ভোটারদের প্রত্যাশা “আমরা চাই সেই ডাক্তারকে, যিনি সুখে–দুঃখে পাশে ছিলেন, আছেন ও থাকবেন ইনশাআল্লাহ।আমরা চাই সেই নেতাকে, যিনি আমাদের ভবিষ্যতের দিশারী।বিএনপির মনোনয়ন ডা. মোঃ ইউনুছ আলীর জন্য শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি হবে একটি কৌশলগত সঠিক পদক্ষেপ।কারণ— তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি জিয়া পরিবারের আস্থাভাজন ও দুঃসময়ের সাহসী সৈনিক। তিনি একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, যিনি মানবতার সেবায় জীবন উৎসর্গ করেছেন।জনগণের ভালোবাসা ও আস্থার জোয়ারে ইনশাআল্লাহ তিনি শুধু প্রার্থী হবেন না—বরং বিজয়ী হবেন নিশ্চিতভাবে।

إرسال تعليق