সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। 


আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)


সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা 

জেলার সরাইল উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর সরাইল এর উদ্যোগে শান্তি শৃঙ্খলা উন্নয়নে সামাজিক সচেতনায় যুবদের ভূমিকা ও মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পর পর দুটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়াস্থ কর্মকর্তা নজরুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ মোরশেদুল আলম চৌধুরী সরাইল সদর চেয়ারম্যান আবদুল জব্বার, বি আর ডি বি অফিসার মাসুদ রানা, সমাজ সেবা অফিসার পারভেজ আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ মনছুর আহমেদ,

আরোও উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর , সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,আশুগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ।সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার,সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরীর উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল করিম। 

অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা মোঃ আমির আলী ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেরুন নিছা মেহেরীন। পরিচালনায় ছিলেন যথাক্রমে যুব উন্নয়ন অফিসার এস এস জসিম উদ্দিন ও শাহাগীর মৃধা।

উভয় প্রোগ্রামে উপজেলার সকল দপ্তরের অফিসার, একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, একাধিক সংগঠনের মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 


আব্বাস উদ্দিন 

২১/১০/২৫

Post a Comment

أحدث أقدم