সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কালিয়াকৈর পৌরসভায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী শাহ আলম বকসি


মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর 


গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর পৌরসভার ০৯ নং ওয়ার্ডের পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী। 


গাজীপুর -০১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসি তার নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনের ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে গতকাল ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর পৌরসভার ০৯ নং ওয়ার্ডের পূজা মণ্ডপ পরিদর্শনসহ আরও বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। 


হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে কালিয়াকৈর উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করে তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের সাথে মতবিনিময় করছেন মো শাহ আলম বকসি।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার জেলা সেক্রেটারি এবং গাজীপুর০১ আসনের নির্বাচন পরিচালক মো শফি উদ্দিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর ও কালিয়াকৈর উপজেলার নেতাকর্মীবৃন্দ। অন্যান্য বছরের তুলনায় এ বছর হিন্দু সম্প্রদায়ের প্রতি এমন সহানুভূতি এবং আন্তরিকতা হিন্দু সম্প্রদায়ের মাঝে আস্থা ও বিশ্বাসের জায়গা দৃঢ় হচ্ছে বলে অনেকেই মনে করছেন। 

এমন আন্তরিকতা ও ভালোবাসা পেয়ে হিন্দু সম্প্রদায়েরাও আনন্দিত।

Post a Comment

أحدث أقدم