সন্ধানে বাংলাদেশ সংবাদ



 সন্দ্বীপে উড়িরচর যুব কল্যাণ পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ 


সন্দ্বীপের উড়িরচর যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 

'খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অন্যায় কাজ থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করতে হলে মাঠে খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। জামায়াতে ইসলামী সবসময় যুব সমাজের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।'


উড়িরচর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসাইনের সভাপতিত্বে ও কাজল কালোর ধারাভাষ্যে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাত, শ্রমিক কল্যাণ ফেডারেশন চর এলাহী ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক প্রমুখ।


এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাকে প্রাণবন্ত করে তোলে।

Post a Comment

أحدث أقدم