শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে দিনাজপুরে পুলিশ সুপারের সঙ্গে রাজনৈতিক নেতাদের মতবিনিময়
গোকুল চন্দ্র রায়, দিনাজপুর। প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে দিনাজপুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
সভায় পুলিশ সুপার বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। পূজাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যেকোনো বিভ্রান্তিকর তথ্য বা গুজব প্রতিরোধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

إرسال تعليق