গোমস্তাপুরে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালিতে গণজোয়ার
মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির আনন্দ র্যালিতে নেতাকর্মীদের গণজোয়ারে পরিণত হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি শাখার আয়োজনে উপজেলা চত্বরে এসে জড়ো হতে থাকে শত শত বিএনপি নেতা কর্মীরা। পরে উপজেলা চত্বর থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার সম্মানিত বিএনপি'র আহ্বায়ক গোলাম মোহাম্মদ জাকারিয়া।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, আহসানউল্লাহ হল বুয়েটের (সাবেক ভিপি) ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক রঞ্জু মিয়া, গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপিকে নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কিন্তু তারা কখনো সফল হতে পরবেনা। মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে। জুলাই বিপ্লবে দলের অবদান স্মরণীয়। স্বাধীনতার বিপক্ষ একটি শক্তি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। এছাড়াও উপজেলার ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন