সন্ধানে বাংলাদেশ সংবাদ

 


রাজারহাটে ইউপি সদস্যের অভিনব প্রতারণা শিকার এক বিধবা নারী।


মোঃ মাইনুল ইসলাম 

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ


রাজারহাটে এক ইউপি সদস্যের অভিনব প্রতারণা শিকার হয়েছেন আলেয়া বেগম( ৫৫)নামের এক বিধবা নারী। ঘটনা টি রাজারহাট সদর ইউনিয়নের ৪নং দিনা মৌজার পঞ্চাশার্ধ আলেয়া বেগম নামের এক বিধবা নারীর সাথে। ভুক্তভোগী নারী আলেয়া বেগম সাংবাদিক কে জানান রাজারহাট সদর ইউনিয়নের ৫নং ছাটমল্লিকবেগ ওয়ার্ডের মেম্বার হযরত আলী আমার সহ আরও কয়েকজন মহিলার কাছ থেকে ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে ৩ হাজার করে টাকা নেন।কিন্তু 

বছর পেরিয়ে গেলেও কার্ডের কোন খবর নাই।কোন রকম কার্ড না পাওয়ায় আমি সহ আমার এলাকার আরও ৪/৫জনের টাকা ফিরত চাইলে হযরত মেম্বার টাকা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন।

আমি শারিরীক ভাবে অনেক অসুস্থ।আমি চিকিৎসার কথা বলে হযরত মেম্বারের কাছে টাকা ফিরত চাইলে ওনি টাকা ফিরত না দিয়ে বিধবা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবারও প্রলোভন দেখায়।আমি আর প্রতারিত হতে চাই না,আমি আমার টাকা ফিরত চাই।


স্থানীয় একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানিয়েছেন,এই হযরত মেম্বার গ্রামের অসহায় বয়স্ক বিধবা নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন।কোন সুবিধা কাউকে দেন না।এটা হযরত মেম্বারের বাটপারি।

এই বিষয়ে অভিযুক্ত হযরত মেম্বারকে সাংবাদিক এঘটনা জানার জন্য এই নাম্বারে 01727214591 একাধিকবার ফোন দিলে ফোন টি বারবার বন্ধ পাওয়া যায়।

Post a Comment

أحدث أقدم