সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



রায়হান কবির শাওনের নতুন কবিতা ‘টান’—আবেগময় প্রকাশে পাঠক মুগ্ধ



মো: সৌরব, নিজস্ব প্রতিনিধি :-


ভালবাসা ও মায়ার টানে জড়িয়ে পড়া মানুষের হৃদয়ের গভীরতম আবেগ নিয়েই লিখেছেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার তরুণ কবি রায়হান কবির শাওন। তাঁর নতুন কবিতা “টান”-এ ধরা দিয়েছে সম্পর্কের টানাপোড়েন, অভিমান, মায়ার বাঁধন আর না বলা কষ্টের বেদনা। পাঠকের কাছে কবিতাটি ইতিমধ্যেই বিশেষ সাড়া ফেলেছে।


কবিতা: টান

রায়হান কবির শাওন


তুমি আমার মায়ায় পইড়া যাইবা বইলা কথা বলা বন্ধ কইরা দিলা,,,

তাহলে কেনোই বা কথা বললে আর আমারে কেনই বা তোমার প্রতি টান বাড়াইলা,,


তোমার একটু আবেগের কারনে আমার অন্তরটায় তোমারে অন্তর্ভুক্ত করার পর

তুমি আমারে একলারে এই মানুষের ভীরে রাইখা গেলা,,


জানো মানুষগুলোরে আমার খুব অপরিচিত লাগে নিজের কাছে মাঝে মাঝে খুউব অসহায় লাগে


তখন মন চায় কি জানো বাঁধা অতিক্রম করে তোমার কাছে চইলা হাতটা ধইরা বলি কেনো মায়া বাড়াইলা,,


আমি তো চাইনি তোমার লগে বেশি কথা বলতে কারন আমি আগেই টের পাই তোমার প্রতি আমার দূর্বল হতে পারে,


সেই তুমিই মায়া বাড়াইয়া কিছু দিন যত্নে তোমার কাছে রাইখা একটা কি আজব কারন দেখাইয়া চইলা গেলা,,,


জানো তোমার মায়া বাড়ার কারনে তো কিছুদিন পর চইলা গিয়া হয়তো ভালোই আছো,,


কিন্তু আমি আসলে তোমার অল্প কয়দিন এর স্মৃতি গুলোয় তুমি যাওয়ার পর আরও মায়া বাড়াইয়া দিলো আমারে...


সাহিত্যপ্রেমীরা বলছেন, রায়হান কবির শাওনের এই কবিতায় মায়ার বাঁধনে হারিয়ে যাওয়া হৃদয়ের ব্যথা, টানাপোড়েন আর গভীর ভালোবাসার অনুরণন ধরা দিয়েছে। কবিতাটি পাঠকের মনে সহজেই জায়গা করে নেবে বলে তাঁদের বিশ্বাস।

Post a Comment

أحدث أقدم