দিনাজপুরের হাকিমপুরে পৌর যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত
তৌহিদুল ইসলাম শামিম, হিলি প্রতিনিধি
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা হয়। হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকারের সঞ্চালনায় এবং সভাপতি মোঃ মাজহারুল ইসলাম রাজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেনসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এজন্য যুবদলের প্রতিটি কর্মীকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করবে।
একটি মন্তব্য পোস্ট করুন