সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



তোমার বুকে মাথা 


 কবি ইমরান হাসান


স্বপ্নে দেখি রোজ রাত্রে 

তোমার বুকে মাথা "

হাত বুলিয়ে দিচ্ছো আমায় 

বলছো প্রেমের কথা । 


তুমি আমার কল্পনাতে  

মিশে গেছো রোজ "

তুমি আমার প্রাণ ও পাখি 

তোমায় রাখি খোঁজ । 


পাইতাম যদি সত্যি করে 

বানাইতাম বউ "

ফুলে যেমন মধু থাকে 

থাকে যেমন মৌ ।

Post a Comment

أحدث أقدم