সন্ধানে বাংলাদেশ সংবাদ



 ইয়াবা সহ ডিলার আজাদ'কে রাজশাহী কাটাখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫


আবুল হাশেম 

রাজশাহী ব্যুরোঃ


ঢাকা হতে মোটরবাইকে বিপুল পরিমাণ ইয়াবা বহন কালে ইয়াবা সহ ডিলার আজাদ'কে রাজশাহী কাটাখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।


র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


এরই ধারাবাহিকতায় ইং ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল-১৬.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন বেলঘরিয়া পূর্বপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামি মোঃ আবুল কালাম আজাদ (৫০), পিতা-মৃত আঃ সাত্তার, সাং-বেলঘড়িয়া, থানা-কাটাখালী, রাজশাহী মহানগরীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ইয়াবা-১২০৫ পিচ, মোটরসাইকেল-০১টি, মোবাইল-০২টি উদ্ধার করে।


গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর কাটাখালীস্থ চিহ্নিত ইয়াবা ডিলার আজাদ রাজধানী শহর ঢাকা হতে মোটরসাইকেল এ ইয়াবা বহন করে নিয়ে আসছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‍্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অদ্য তারিখ সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামিকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত আসামির ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেল এর সীটের নীচে এয়ার ফিল্টার এর মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১২০৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে।


ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ডিলার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এও স্বীকার করে যে, ঢাকা গমনের প্রাক্কালে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে সে ৫০ বোতল ফেন্সিডিল বহন করে নিয়ে যায় এবং ফেরার পথে ইয়াবা নিয়ে আসে। এভাবেই সে দীর্ঘদিন যাবত ফেন্সিডিল-ইয়াবা পাচার করত: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি বিক্রয় করে আসছিল।


উক্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন