সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



৯ মণ দুধের ফ্রি চা, ইউটিউবে সাফল্যের আনন্দে দিনাজপুরে ভক্তদের ভিড়


মোঃ মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

ইউটিউবে শুধুমাত্র চা তৈরির কনটেন্ট আপলোড করে সিলভার প্লে বাটন অর্জন করায় ভক্ত ও সাবসক্রাইবারদের জন্য ব্যতিক্রমী আয়োজন করলেন দিনাজপুরের এক চা বিক্রেতা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কোতয়ালী থানার সামনে কালিতলা নিউ মার্কেটে অবস্থিত “জামাই টি ষ্টলে” প্রায় ৯ মণ দুধ দিয়ে তৈরি করা চা ফ্রি খাওয়ান তিনি। এতে প্রায় ৫ হাজার সাবসক্রাইবার ও দর্শক অংশ নেন।


দোকানের মালিক ও কনটেন্ট ক্রিয়েটর মোঃ সাইদুর রহমান (জামাই) জানান, চায়ের ভিডিও আপলোডের মাধ্যমেই তার ইউটিউবে “Jamai Tea Stall” নামে চ্যানেলটি জনপ্রিয় হয়ে ওঠে। সম্প্রতি চ্যানেলটি ১ লাখ সাবসক্রাইবার পূর্ণ করলে ইউটিউব তাকে সিলভার প্লে বাটন প্রদান করে। সেই আনন্দকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতেই তিনি এ আয়োজন করেন।


চা বানানো ও পরিবেশনের কাজে দোকানের ১০ জন কর্মচারীকে রীতিমত হিমশিম খেতে হয়েছে। দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলা থেকে সাবসক্রাইবাররা দল বেঁধে আসেন। কেউ কেউ বাস ও মাইক্রোবাস ভাড়া করে জামাই টি ষ্টলের বিশেষ ফ্রি চা খেতে আসেন। সন্ধ্যা ৭টায় মালিক জামাই তার সাবসক্রাইবারদের সঙ্গে নিয়ে সিলভার প্লে বাটন উন্মুক্ত করেন। তখন ছবি ও সেলফি তোলার হিড়িক পড়ে যায় দোকানজুড়ে।


নীলফামারী থেকে আসা সাবসক্রাইবার আজাদ বলেন, জামাইয়ের চায়ের স্বাদ অন্য কোথাও পাইনি। সিলভার প্লে বাটন পাওয়ার আনন্দে তিনি যেভাবে আমাদের ফ্রি চা খাওয়াচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়।


পঞ্চগড়ের সঞ্জয় বলেন, শুধু চায়ের ভিডিও দিয়ে সিলভার প্লে বাটন পাওয়া দৃষ্টান্ত হয়ে থাকবে। আশা করি শিগগিরই তিনি গোল্ডেন প্লে বাটন অর্জন করবেন।


ঠাকুরগাঁওয়ের ইউটিউবার নিপেন জানান, তার ভিডিও কনটেন্ট আমাদের মতো নতুন ইউটিউবারদের জন্য অনুপ্রেরণা। ফ্রি চা খাওয়ানোর এমন উদ্যোগ আমি আগে দেখিনি।


দিনাজপুরের স্থানীয় বাসিন্দা মোঃ আনোয়ার বলেন, জামাই টি ষ্টল শুধু চায়ের স্বাদেই নয়, ইউটিউবেও দিনাজপুরের নাম উজ্জ্বল করছে। তার এই আয়োজন দিনাজপুরবাসীর জন্য গর্বের।


চা দোকানদার থেকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা মোঃ সাইদুর রহমান (জামাই) বলেন, প্রথমে টিকটকে ভিডিও দিতাম। পরে ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত চা তৈরির ভিডিও আপলোড করতে থাকি। এতে কয়েকটি ভিডিও ভাইরাল হয় এবং সাবসক্রাইবার সংখ্যা বাড়তে থাকে। অবশেষে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পাই। এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই আজকের আয়োজন।


বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবসক্রাইবার সংখ্যা ১ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। ভিডিওগুলোতে ভিউ হয়েছে ৯ কোটি ১৩ লাখের বেশি। শুধু চায়ের কনটেন্ট দিয়েই এমন সাফল্য অর্জন করায় দিনাজপুরবাসীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছেও তিনি হয়েছেন প্রিয় মুখ।

Post a Comment

أحدث أقدم