সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



"দেশ ভয়াবহ সংকটে, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনই একমাত্র ভরসা — মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী"


আশিকুল ইসলাম , বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী বলেছেন, “দেশ আজ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র বিপন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে।"


শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বেলকুচি সদর ইউনিয়নের উদ্যোগে দশখাদা হাটখোলা মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, “আগামী দিনে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। এ অঞ্চলের মানুষের দাবি-দাওয়া পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে উন্নয়ন ও পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে।”


তিনি দলের নেতাকর্মীদের দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আলী।


এ সময় আরও বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি প্রভাষক আব্দুস সামাদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, বেলকুচি থানা শাখার সভাপতি মাওলানা মোঃ কালাম, থানা শাখার সাধারণ সম্পাদক আঃ সালামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।


সম্মেলন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, উন্নয়ন, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Post a Comment

أحدث أقدم