হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিধি বহির্ভূত কোচিং বাণিজ্য -ইউএনও বরাবর অভিযোগ
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের গনিত, বিজ্ঞান ও ইংরেজি শিক্ষক নেইমা জান্নাত, এস এম রফিকুল ইসলাম ও আবু সাঈদ-এর বিরুদ্ধে কোচিং বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে।
গত ০২ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, এই তিন শিক্ষক বিদ্যালয়ের আশেপাশে বাসা ভাড়া নিয়ে সিন্ডিকেট করে বিদ্যালয়ের ছাত্রীদের প্রাইভেট কোচিং করাচ্ছেন। বিভিন্ন কৌশলে তারা ছাত্রীদের নিজস্ব কোচিংয়ে বাধ্য করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের "কোচিং বাণিজ্য নীতিমালা-২০১২" (২০১৯ সালে সংশোধিত) অনুযায়ী নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়ানো শাস্তিযোগ্য অপরাধ, তবে এই শিক্ষকরা এতে কর্ণপাত করছেন না। প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করালে সর্বোচ্চ বরখাস্তের ব্যবস্থা রয়েছে।
সাবেক শিক্ষার্থীরা বলেন, দ্রুত এই কোচিং বাণিজ্য বন্ধ না করলে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এই তিন শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রধান শিক্ষক রোকশানা বেগম বলেন, আমি কোচিং পরিচালনার বিষয়টি জানি না। তারা আমাকে কিছু জানাননি।
বিদ্যালয় সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহসিন আলম বলেন, আমি বিষয়টি শুনেছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুঁইয়া জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পত্র হাতে পেয়েছি, ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় বিদ্যালয় ও প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে কোচিং বাণিজ্য বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা প্রকাশ করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন