নাচনাপাড়া মানিকখালিতে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত।
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
"নিজ নিজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন" প্রতিপাদ্যে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালিতে শনিবার ২০.০৯.২০২৫ তারিখে ব্রাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকে একটি ব্যতিক্রমী কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিলো ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যক্তি পর্যায়ে উদ্বুদ্ধ করা, সেই সাথে ডেঙ্গু মশার প্রজনন স্থান চিহ্নিত করন ও ধ্বংস করা।
কর্মসূচির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচারাভিযান। পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালি বাজার ও তার আশেপাশে বাজারের বিভিন্ন জায়গায় ডেঙ্গু জ্বর ও এর প্রভাব নিয়ে সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে। উক্ত কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে জানানো হয় কীভাবে ডেঙ্গুর বাহক এডিস মশা জন্মায় এবং এর থেকে বাঁচতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। এছাড়াও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
এছাড়াও বসতি পরিষ্কার ও পরিচ্ছন্নতা অন্যতম কর্মসূচি অধিকাংশ বাড়িতে গিয়ে তাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে তাদের উৎসাহিত করা হয় এই আয়োজনের মাধ্যমে।
কর্মসূচির ফলে স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনেক মানুষ ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন, যেমন বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহার করা।
এই কার্যক্রমে অংশগ্রহণ করে যুব রেডক্রিসেন্ট পাথরঘাটা উপজেলা শাখা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-পাথরঘাটা উপজেলা ইউনিট, অগ্রগামী যুব সংগঠন সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন মোঃ জুবায়ের ইসলাম, বিভাগীয় প্রধান-প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগ, যুব রেডক্রিসেন্ট পাথরঘাটা উপজেলা শাখা ও মোঃ আখেরুজ্জামান সবুজ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, পাথরঘাটা উপজেলা ইউনিট।
আজকের প্রোগ্রামে আয়োজক হিসেবে সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ লিমন ইসলাম, অফিসার,জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প,ব্রাক পাথরঘাটা,বরগুনা।
সর্বোপরি, এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতামূলক উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে এই ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব।
একটি মন্তব্য পোস্ট করুন