নওগাঁবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মাসুদ হাসান তুহিন
মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে নওগাঁ সদর উপজেলার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ হাসান তুহিন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা এখন কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনাই শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ ভাগ করে নিতে পারে, সেটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার, উৎসব সবার। তাই সবাইকে মিলেমিশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূজা চলাকালে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন এবং সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানান।
শেষে নওগাঁবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মাসুদ হাসান তুহিন।

إرسال تعليق