রাজনীতিতে প্রতিযোগিতা আছে,প্রতিহিংসা নয় কামরুজ্জামান কামরুল
আহম্মদ কবির
লন্ডন সফর শেষে নিজ মাতৃভূমিতে ফিরলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাওরবন্ধু খ্যাত কামরুজ্জামান কামরুল। মঙ্গলবার দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
বিমানবন্দরে পৌঁছে কামরুলকে এক নজর দেখতে এবং তাকে বরণ করতে সুনামগঞ্জ,১ আসল তাহিরপুর,জামালগঞ্জ মধ্যনগর ও ধর্মপাশা এলাকার নেতাকর্মীরা সকাল থেকেই ভিড় জমাতে থাকেন।বিমানবন্দর এলাকা।স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন,
“রাজনীতি হলো একটা প্রতিযোগিতা, প্রতিহিংসা নয়। আমি চাই সুনামগঞ্জ-১ আসনে যাকেই দল মনোনয়ন দিক না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে সমর্থন করবো এবং ধানের শীষ মার্কায় ভোট দেবো। যদি আমিও মনোনয়ন পাই, ইনশাআল্লাহ সবাই আমাকে সমর্থন করবেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে কাজ করতে হবে এবং জনগণের কাছে যেতে হবে। না হলে অদৃশ্য শক্তি আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারে।”
তার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনের আগে মাঠপর্যায়ে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় বিএনপি নেতাদের মতে, কামরুলের দেশে ফেরার মধ্য দিয়ে সুনামগঞ্জ-১ আসনে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
আহম্মদ কবির
মোবাইল ০১৭২৫৭২৪৬০০

إرسال تعليق