সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সন্দ্বীপ পৌরসভার প্রায় ১ কি:মি: রাস্তা সংস্কার করলেন জামায়াতে ইসলামী সন্দ্বীপ 


নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ 


ড্রাইভারদের কাছে আতঙ্কের আরেক নাম ছিলো দেলোয়ার খাঁ রোড ঘেঁষে চৌমুহনী বাজারের দক্ষিণ পাশ দিয়ে পশ্চিম দিকে ঈদগাহ সড়ক। কোন ড্রাইভারকে এ রাস্তায় কথা বললেই আৎকে উঠতেন। গত ১০ আগস্ট রাস্তাটি সফর করেন, চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) থেকে জামায়াতের মনোনীত প্রার্থী জনাব আলা উদ্দীন সিকদার। রাস্তার অবস্থা দেখে, তিনি তাৎক্ষণিক স্থানীয় জামায়াত নেতৃবৃন্দকে নির্দেশনা দেন রাস্তাটি সংস্কারের জন্য। তদনুযায়ী গত ১৮ আগস্ট রাস্তাটির সংস্কার শুরু হয় এবং আজকের কাজের মধ্য দিয়ে প্রায় ১ কি: মি: রাস্তা সংস্কারের কাজ শেষ করা হয়।

রাস্তাটি সংস্কারে পৌরসভা জামায়াতের সভাপতি জনাব আবদুল ওয়াদুদ কাউকাব ও চট্টগ্রাম উত্তর জেলার জামায়াতের আমির জনাব আলাউদ্দিন শিকদার কে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।

এলাকার জনগন বলেন, আমাদের দুঃখ,কষ্ট লাগবের জন্য কেউ কখনো কাজ করেনি। একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামি নিঃসার্থে আমাদের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছেন।

Post a Comment

أحدث أقدم