সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কোটালীপাড়া পাবনার পাড় গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী শিশু ফারদিনের পানিতে ডুবে মৃত্যু।


কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান (রানা)।


গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ফারদিন হোসেন নামের ৯ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার কুশলা ইউনিয়নের পবনারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

ফারদিন পবনারপাড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

নিহত ফারদিনের প্রতিবেশী কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ ঠান্ডা জানান, ফারদিন বুদ্ধি প্রতিবন্ধী ছিল। বিকেলে ঘরে না দেখে সবাই খোজাখুঁজি করলে পাশ্ববর্তী পুকুরে ফারদিনকে ভেসে থাকতে দেখে। তাৎক্ষনিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ (ওসি)খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


# শেখ কামরুজ্জামান (রানা)

 ০১৭১৮০৬৬০১৮ 

২৪/৯/২৫ ইং

Post a Comment

নবীনতর পূর্বতন