সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে উৎসব মুখর পরিবেশে কৃতি শিক্ষর্থী সংবধর্না।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান (রানা)।


গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। 

 সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গনে উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহবায়ক প্রভাষক অমিয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এনায়েত বারী।


নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আলিমুজ্জামান খান, প্রভাষক তুষার সেন, কৃতি শিক্ষার্থী সাব্বির হাওলাদার, অর্পিতা বসু , নবীন শিক্ষার্থী অনামিকা দাম ও সাগর ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৪৫০ জন শিক্ষার্থীকে ফুল ও শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। এছাড়া বিগত ৩ বছরে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

নবীন শিক্ষার্থী অনামিকা দাম বলেন, এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধির জন্য আমরা মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের কৃতি শিক্ষার্থী গোবিন্দ ভট্টাচার্য বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। এই কলেজের শিক্ষার্থীরা সৎ, নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ গঠনে নেতৃত্ব দিবে।

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এনায়েত বারী বলেন, তোমরা শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্য নয়, বরং সুশিক্ষা অর্জন করে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ আদর্শ নাগরিক হয়ে উঠবে।

নবীনবরন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।

 

 # শেখ কামরুজ্জামান(রানা)

 ০১৭১৮ ০৬৬০১৮ 

২২/৯/২৫ ইং

Post a Comment

أحدث أقدم