সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সরাইলে তারেক রহমানের ৩১

দফা নিয়ে আহসান উদ্দিন খান শিপনের বিশাল আলোচনা সভা 


আব্বাস উদ্দিন:জেল প্রতিনিধি :(ব্রাহ্মণবাড়িয়া)


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ৩নং ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে তেলিকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া 

এতিমখানা মাদ্রাসার মাঠে এ সভার আয়োজন করা হয়।


তেলিকান্দি স্থানীয় বাসিন্দা ফুল মিয়ার সভাপতিত্বে ও বিএনপির নেতা ফারুক মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য, সরাইল অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যার্শী আহসান উদ্দিন খান শিপন। 


তিনি বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার শাসনামলে নারীদের ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনিই প্রথম বাংলাদেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। নারীদেরকে পঞ্চম শ্রেণীর থেকে এইচএসসি পর্যন্ত বৃদ্ধি 'র ব্যবস্থা করেছিলেন। আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করতে ধানের শীষের পক্ষে সকল নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন, মুরাদ সর্দার, যুগ্ম- সম্পাদক, সরাইল উপজেলা বিএনপি, জামাল হোসেন লস্কর, ছাত্র বিষয়ক সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, সাবেক যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, মাওলানা উসমান গনি, যুগ্ম আহ্বায়ক, সরাইল উপজেলা কৃষকদল, গিয়াস উদ্দিন সোহাগ,আরিফুর রহমান সোহেল, সাবেক সহ- সভাপতি, সরাইল উপজেলা যুবদল, সাবেক যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা ছাত্রদল, মুর্শেদ জামান জালাল, আহ্বায়ক, নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, নান্নু মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, সোহাগ মিয়া সাবেক যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল, হাফিজুর রহমান মৈশান, সাবেক যুগ্ম আহ্বায়ক সরাইল উপজেলা ছাত্রদল,রুম্মান চৌধুরী, যুগ্ম আহবায়ক, সরাইল উপজেলা কৃষক দল,সাইফুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, সরাইল কলেজ ছাত্রদলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন